কারিনার নামে মোবাইল অ্যাপ

By স্টার অনলাইন রিপোর্ট
3 April 2017, 07:53 AM
UPDATED 3 April 2017, 13:57 PM

কারিনা কাপুর খান ভারতের সমকালীন ফ্যাশন অঙ্গণে একজন অনুসরণীয় ব্যক্তি। গর্ভধারণকালীন এবং সন্তান জন্ম দেওয়ার পরও ফ্যাশনে তাঁর যে ছক ভাঙ্গা অবস্থান তা সত্যিই প্রসংশনীয়।

ভারতীয় সমাজে কারিনার এই অবস্থান ও জনপ্রিয়তার বিষয়টি মাথায় রেখে একটি ই-কমার্স প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটের একটি অংশ তাঁর নামে করতে যাচ্ছে। এর নাম হবে ‘হাউ টু ড্রেস লাইক বেবো’। শুধু তাই নয়, কারিনার নামে তৈরি করা হবে একটি মোবাইল অ্যাপ।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ওয়েবসাইটটির এই অংশে থাকবে কারিনা কাপুর খানের বিভিন্ন সময়ের ফ্যাশন। এয়ারপোর্ট, বন্ধুদের সঙ্গে রাতের খাবার, পারিবারিক অনুষ্ঠান, এমনকি, গর্ভধারণকালীন কারিনা কেমন পোশাক-পরিচ্ছদ ব্যবহার করেছেন তা নিয়েই সাজানো হবে ‘হাউ টু ড্রেস লাইক বেবো’।

এর সঙ্গে এখানে কারিনার ফ্যাশন স্টাইলিস্ট, চুল এবং মেকআপ আর্টিস্টরাও তাঁদের কথা তুলে ধরবেন।