সঞ্জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা

By স্টার অনলাইন রিপোর্ট
16 April 2017, 07:39 AM
UPDATED 16 April 2017, 13:45 PM

চলচ্চিত্র নির্মাতা শাকিল নুরানিকে হুমকি দেওয়ার অভিযোগে মুম্বাইয়ের একটি আদালত গতকাল বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরওয়ানা জারি করেছেন।

২০০২ সালে নুরানি অভিযোগ করে বলেছিলেন যে সঞ্জয় দত্ত তাঁর একটি চলচ্চিত্রে অভিনয় করতে প্রথমে রাজি হলেও শেষ সময়ে এসে তা বাতিল করেন। এমনকি, সঞ্জয়ের হয়ে আন্ডারওয়ার্ল্ড থেকে তাঁকে নাকি মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।

নুরানি সেই চলচ্চিত্রের সাইনিং মানি হিসাবে দেওয়া ৫০ লক্ষ রুপি এখন সঞ্জয় দত্তের কাছ থেকে ফেরত চাচ্ছেন। শুধু তাই নয়, সেই সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে চাচ্ছেন আরও দুই কোটি রুপি।

সুপ্রিম কোর্টের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে মুন্নাভাই-খ্যাত এই অভিনেতা রিভিউ পিটিশন দাখিল করেছেন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া