সাগরিকা-জহির খান এনগেজড

By স্টার অনলাইন রিপোর্ট
25 April 2017, 05:19 AM
UPDATED 25 April 2017, 11:46 AM

বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে আংটি বদল করলেন ভারতের সাবেক পেসার জহির খান। এ নিয়ে নিজেদের টুইটার অ্যাকাউন্টে নিজেদের এনগেজমেন্টের খবরটি দুজনই শেয়ার করেছেন।

জহির গতকাল তাঁর টুইটারে সাগরিকার সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “আপনার স্ত্রীর পছন্দ নিয়ে তামাশা করবেন না। আপনি তাঁদেরই একজন!!! জীবনসঙ্গী।” ছবিটিতে সাগরিকার হাতে এনগেজমেন্টের আংটি দেখা যায়।

কাছাকাছি সময়ে সাগরিকা তাঁর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন জহিরের সঙ্গে নির্জন সাগর সৈকতে দাঁড়িয়ে হাসিমাখা একটি ছবি।

জহির-সাগরিকার সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন থাকলেও এর আগে কখনই এ বিষয় নিয়ে মুখ খোলেননি তাঁরা।

এ বছরের আইপিএল-এ ‘দিল্লি ডেয়ারডেভিলসের’ অধিনায়কের দায়িত্ব পালন করছেন জহির খান। আর সাগরিকা ঘাটগে বেশ কিছু বলিউড সিনেমায় অভিনয় করলেও দর্শকদের নজরে আসেন শাহরুখ খান অভিনীত ‘চাক দে ইন্ডিয়া’ সিনেমায় প্রীতি সাবারওয়াল এর ভূমিকায় অভিনয় করে। সেই সিনেমাতে তাঁকে ইন্ডিয়ান ক্রিকেট দলের একজন খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কে জড়াতে দেখা গিয়েছিল। তাঁর সর্বশেষ সিনেমা ‘ইরাদা’ মুক্তি পেয়েছে গত ফেব্রুয়ারিতে।

 

[twitter]

[/twitter]

 

[twitter]

[/twitter]