ইউনিলিভারের পিওরইট ট্রেড মিট-২০২৩ উদযাপন

By স্টার অনলাইন রিপোর্ট
4 February 2023, 19:16 PM

ওয়াটার পিউরিফায়ার ব্র্যান্ড 'পিওরইট' এর ব্যবসায়িক সাফল্য উদযাপন করতে দেশজুড়ে নিযুক্ত রিটেইল পার্টনারদের নিয়ে ব্যবসায়িক সম্মেলনের (ট্রেড মিট) আয়োজন করেছে ইউনিলিভার বাংলাদেশ।

ট্রেড মিটে চট্টগ্রামে হোটেল আগ্রাবাদ এবং ঢাকায় ম্যারিয়ট কনভেনশন সেন্টারে দেশের বিভিন্ন এলাকা থেকে 'পিওরইট' এর ২০০ জনেরও বেশি রিটেইল পার্টনার অংশ নেন। পরিবেশক ও বিক্রেতাদের সঙ্গে নিয়ে বাৎসরিক কর্মপরিকল্পনার আলোচনা এবং পারস্পরিক সুসম্পর্ক তৈরি করতে এই ট্রেড মিট আয়োজন করা হয়।

ইউনিলিভার বাংলাদেশের ওয়াটার অ্যান্ড এয়ার ওয়েলনেস বিভাগের হেড অব বিজনেস শরিফুদ্দিন নওরোজ আহমেদের পরিচালনায় এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির হোমকেয়ার ডিভিশনের মার্কেটিং ডিরেক্টর শাদমান সাদেকীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।