স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৬৬ টাকা

By স্টার অনলাইন রিপোর্ট
22 March 2023, 16:38 PM
UPDATED 22 March 2023, 22:48 PM

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমেছে।

বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ (১১.৪৪৬ গ্রাম) বিক্রি হবে ৯৬ হাজার ৪৬১ টাকায়।

নতুন দাম আগামীকাল থেকে কার্যকর হবে।

গত ১৮ মার্চ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছিল ৯৮ হাজার ৭৯৪ টাকায়, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।