আরও কমল স্বর্ণের দাম, ভরি এখন ২ লাখের নিচে
ছবি: সংগৃহীত
দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমেছে। আজ বুধবার থেকে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৩ হাজার টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল এক সভায় এই সিদ্ধান্ত নেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ২২ অক্টোবর দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল রেকর্ড ২ লাখ ৮ হাজার টাকা। ২৬ অক্টোবর তা কমে দাঁড়ায় ২ লাখ ৭ হাজার টাকা এবং ২৭ অক্টোবর আরও কমে ২ লাখ ৪ হাজার টাকায় নেমে আসে।
সর্বশেষ গতকাল ২৮ অক্টোবর তা আরও কমিয়ে ১ লাখ ৯৩ হাজার টাকা করা হয়, যা আজ থেকে কার্যকর হবে।
এর আগে শুধু সেপ্টেম্বর মাসেই ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি বেড়েছিল ১৬ হাজার টাকার বেশি।
শিল্প সংশ্লিষ্টদের মতে, স্বর্ণের দাম বৃদ্ধির প্রধান কারণ ছিল আন্তর্জাতিক স্বর্ণবাজারের ওঠানামা, টাকার মানহ্রাস, অর্থনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ মূল্যস্ফীতি।