ভরিতে ১২৮৩ টাকা বাড়ল স্বর্ণের দাম

By স্টার অনলাইন রিপোর্ট
15 April 2023, 15:22 PM
UPDATED 15 April 2023, 21:25 PM

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়ছে। নতুন দর আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।

রোববার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি অর্থাৎ ১১ দশমিক ৬৬৪ গ্রাম সোনার দাম দাঁড়াবে ৯৮ হাজার ৪৪৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির তথ্য জানিয়েছে। এর আগে সর্বশেষ গত ১০ এপ্রিল অবশ্য স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমিয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ শতাংশ কমানো হয়েছিল।

এর আগে ২ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেবার প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৯৯ হাজার ১৪৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।