স্বর্ণের দাম ভরিতে কমল ১৭৪৯ টাকা

By স্টার বিজনেস রিপোর্ট
28 May 2023, 13:14 PM
UPDATED 28 May 2023, 23:25 PM

স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৮ হাজার ৪৪৪ টাকা থেকে কমে ৯৬ হাজার ৬৯৫ টাকা হলো। আগামীকাল সোমবার থেকে সারাদেশে এ দাম কার্যকর হবে।

আজ রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে দাম সমন্বয় করতে এ সিদ্ধান্ত নিয়েছে নেওয়া হয়েছে।

এর আগে গত মাসের মাঝামাঝি সময়ে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৩ টাকা বেড়েছিল।