সোনার দাম ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা কমল

By স্টার বিজনেস রিপোর্ট
19 November 2025, 02:42 AM
UPDATED 19 November 2025, 08:50 AM

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দাম কমানোর ঘোষণা দেওয়ায় সোনার দাম আবারও কমেছে।

আজ বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দুই লাখ ছয় হাজার ৯০৭ টাকায় বিক্রি হবে বলে সমিতি জানিয়েছে।

সর্বশেষ গত রোববার সোনার দাম কমেছিল। তখন ভরিপ্রতি ৫ হাজার ৪৪৭ টাকা দাম কমে দুই লাখ ৮ হাজার ২৭২ টাকায় দাঁড়িয়েছিল। এখন তা থেকে এক হাজার ৩৬৪ টাকা কমল। 

আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতির প্রভাবে গত ২০ অক্টোবর দেশীয় বাজারে প্রতি ভরি সোনার দাম রেকর্ড দুই লাখ ১৭ হাজার ৩৮১ টাকায় পৌঁছে।