চলতি অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৭২ বিলিয়ন ডলার

By স্টার বিজনেস রিপোর্ট
12 July 2023, 09:08 AM
UPDATED 12 July 2023, 20:38 PM

চলতি অর্থবছরে ৭২ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

আজ বুধবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী জানান, এই লক্ষ্যমাত্রার মধ্যে পণ্য রপ্তানির পরিমাণ ধরা হয়েছে ৬২ বিলিয়ন, যা গত অর্থবছরে ছিল ৫৫ দশমিক ৫৫ বিলিয়ন ডলার।

এছাড়া, ২০২৩-২৪ অর্থবছরে সেবা খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের ৯ বিলিয়ন ডলারের চেয়ে ১১ দশমিক ১১ শতাংশ বেশি।