৬ মাসে লাফার্জহোলসিমের মুনাফা বেড়েছে ৬৬ শতাংশ

By স্টার বিজনেস রিপোর্ট
20 July 2023, 07:24 AM
UPDATED 20 July 2023, 13:31 PM

সিমেন্টের দাম ও এগ্রিগেটের বিক্রি বেড়ে যাওয়ায় গত ৬ মাসে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের (এলএইচবিএল) মুনাফা এর আগের বছরের একই সময়ের তুলনায় ৬৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ বৃহস্পতিবার এলএইচবিএল এ তথ্য জানিয়ে বলে, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির নিট মুনাফা হয়েছে ৩৬১ কোটি ৫০ লাখ টাকা। আগের বছরের একই সময়ে তা ছিল ২১৭ কোটি ৩০ লাখ টাকা।

একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১১ পয়সা। আগের বছরের জানুয়ারি-জুন সময়ের তুলনায় তা ৬৬ শতাংশ বেশি।

আজ সকাল ১১টা ১৬ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে এলএইচবিএলের শেয়ার দাম শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়ে ৬৯ টাকা ৭০ পয়সায় দাঁড়ায়।

সিমেন্টের দাম ও এগ্রিগেটের বিক্রি বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানায়, গত বছরের প্রথমার্ধে আগের বছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির সিমেন্ট বিক্রি ৩৮ শতাংশ বেড়ে ১ হাজার ৫২৫ কোটি ৬০ লাখ টাকায় দাঁড়িয়েছে।

এলএইচবিএল জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিল-জুন মাসে তাদের রাজস্ব আয় ১৪ শতাংশ বেড়ে ৫৭১ কোটি টাকা হয়।