রাশিয়া থেকে ৩ লাখ মেট্রিক টন গম আমদানি করবে সরকার

By স্টার বিজনেস রিপোর্ট
13 September 2023, 09:08 AM
UPDATED 13 September 2023, 18:12 PM

রাশিয়ান ফেডারেশন থেকে ৩ লাখ মেট্রিক টন গম আমদানি করবে সরকার।

আজ বুধবার জিটুজি পদ্ধতিতে এই গম আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক রাশিয়ান ফেডারেশন থেকে জিটুজি পদ্ধতিতে ৩ লাখ মেট্রিক টন গম ১ হাজার ৩২ কোটি ৯০ লাখ টাকায় আমাদনির অনুমোদন দেওয়া হয়েছে।