চট্টগ্রামে এক টন পচা চা জব্দ

By স্টার বিজনেস রিপোর্ট
10 October 2023, 11:54 AM

চট্টগ্রামে নগরীর ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে এক টন পচা চা এবং ১৩টি নকল ব্র্যান্ডের চা প্যাকেট জব্দ করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার ওই অভিযান চালায় চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, 'কিছু অসাধু ব্যবসায়ী অনুমোদনহীন নকল ব্র্যান্ডে মেয়াদোত্তীর্ণ পচা চায়ের ব্যবসা করছে। এতে ভোক্তারা প্রতারিত হচ্ছে এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। চা ব্যবসার এসব অনিয়ম ও প্রতারণা বন্ধে ভবিষ্যতেও অভিযান চলমান থাকবে।'