মিষ্টিতে তেলাপোকা: চট্টগ্রামে দয়াময়ী সুইটসকে ১ লাখ টাকা জরিমানা
মিষ্টিতে তেলাপোকা পাওয়া যাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি ভ্রাম্যমাণ আদালত একটি মিষ্টির দোকানকে ১ লাখ টাকা জরিমানা করেছে।
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির নন্দনকানন ও ভিআইপি টাওয়ার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফায়েজ উল্লাহর নেতৃত্বে আজ সোমবার এ অভিযান পরিচালিত হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'দয়াময়ী সুইটসকে এর আগেও সতর্ক করা হয়েছিল। কিন্তু মালিকপক্ষ প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা না নেওয়ায় আজ ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।'
এ ছাড়া, পৃথক অভিযানে এক ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার জন্য ৭ হাজার টাকা, দুটি প্রসাধন-সামগ্রীর দোকানকে অনুমোদনহীন পণ্য বিক্রি ও সর্বোচ্চ খুচরা মূল্য প্রদর্শন না করায় ১৮ হাজার টাকা জরিমানা এবং একই ধরনের অনিয়মের জন্য একটি বিউটি পার্লারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আনিসুর রহমান বলেন, 'একই আদালত মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে আরও তিনটি দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে।'