চিনির আমদানি শুল্ক অর্ধেক কমল

By স্টার বিজনেস রিপোর্ট
1 November 2023, 12:13 PM

দেশের বাজারে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে কাঁচা ও পরিশোধিত চিনির আমদানি শুল্ক কমিয়ে অর্ধেক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ বুধবার এনবিআরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে প্রতি টন কাঁচা চিনি আমদানিতে ১ হাজার ৫০০ টাকা শুল্ক দিতে হবে, যা আগে ছিল ৩ হাজার টাকা। একইভাবে পরিশোধিত চিনির শুল্ক ৬ হাজার টাকা থেকে কমিয়ে ৩ হাজার টাকা করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় এনবিআরকে চিনির আমদানি শুল্ক কমানোর সুপারিশ করার পর এই সিদ্ধান্ত এলো। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়েছে।

এনবিআর জানিয়েছে, আমদানি শুল্ক কমানোর এই সিদ্ধান্ত ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।