গরমিল হওয়া রপ্তানি তথ্য সংশোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

By স্টার বিজনেস রিপোর্ট
15 July 2024, 06:54 AM
UPDATED 15 July 2024, 13:06 PM

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিবেদনে রপ্তানি তথ্যের অসামঞ্জস্যতা সংশোধনে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল রোববার চীন সফর নিয়ে রাজধানীর গণভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান, রপ্তানির তথ্য সংশোধন ও অভিন্ন করতে এনবিআর ও ইপিবিকে শিগগিরই বৈঠকে বসতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে এপ্রিলে বৈদেশিক লেনদেনের ভারসাম্য সংক্রান্ত হিসাব প্রকাশের পর রপ্তানি তথ্যে গরমিল দেখা গেলে তা আলোচনায় আসে। গত অর্থবছরের প্রথম ১০ মাসে প্রকৃত রপ্তানি ইপিবির প্রকাশিত তথ্যের তুলনায় প্রায় ১৪ বিলিয়ন ডলার কম ছিল।

ইপিবি বলছে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে এপ্রিলে রপ্তানির পরিমাণ ছিল ৪৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক বলছে, প্রকৃত রপ্তানি ছিল ৩৩ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। এটি আগের বছরের তুলনায় ছয় দশমিক আট শতাংশ কম।

বাংলাদেশ ব্যাংক ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে মে মাসে ইপিবির বাড়তি রপ্তানি তথ্য শনাক্ত করে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ওই সময়ে দেশের রপ্তানি আগের বছরের তুলনায় চার দশমিক ২৮ শতাংশ কমে ৪০ দশমিক ৭২ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে রপ্তানি হয়েছে ১০ দশমিক ৮২ বিলিয়ন ডলার। এটি ইপিবির দেওয়া তথ্যের তুলনায় কম।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, এনবিআর হিসাব করে তারা কত রাজস্ব আয় করেছে। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানির হিসাব করে।

প্রধানমন্ত্রী আরও জানান, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে তথ্য অসামঞ্জস্যের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।