অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ২১.৩১ শতাংশ

By স্টার বিজনেস রিপোর্ট
3 November 2024, 13:14 PM
UPDATED 3 November 2024, 22:12 PM

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় অক্টোবরে ২১ দশমিক ৩১ শতাংশ বেড়েছে। এসময়ে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।

তবে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরের প্রবাহ কমেছে শূন্য দশমিক ৪১ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৮ দশমিক ৯৩ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।

শিল্পখাত সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্স প্রবাহের ক্রমবর্ধমান প্রবণতা স্বস্তির জায়গা তৈরি করবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাবে।

গত জুলাই মাস ছাড়া এপ্রিল থেকে প্রবাসীরা ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।

জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন দমনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ইন্টারনেট ব্ল্যাকআউট আরোপ করায় প্রবাসীরা অর্থ পাঠাতে না পারায় ওই মাসে রেমিট্যান্স প্রবাহ কমে যায়।