অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ৭ শতাংশ

By স্টার বিজনেস রিপোর্ট
2 November 2025, 13:27 PM

দেশে অক্টোবর মাসে রেমিট্যান্স আয় গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৭ শতাংশ। তবে, আগের কয়েক মাসের তুলনায় রেমিট্যান্স প্রবৃদ্ধির হার গত মাসে কিছুটা কমেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসীরা অক্টোবর মাসে দেশে পাঠিয়েছেন ২ দশমিক ৫৬ বিলিয়ন ডলার, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।

খাত সংশ্লিষ্টরা বলছেন, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ব্যবধান কমা, হুন্ডি ও অর্থপাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোতে আগ্রহ বেড়ে যাওয়ায় রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।

এদিকে, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ ৪ দশমিক ৫৪ শতাংশ কমেছে। সেপ্টেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।

সেপ্টেম্বরে গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ, আগস্টে ৯ শতাংশ, জুলাইয়ে ৩০ শতাংশ ও জুনে ১১ শতাংশ বেড়েছিল।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, রেমিট্যান্স প্রবৃদ্ধি 'টেকসই' বাড়ে বাড়ছে। তবে প্রবাহ আরও বাড়াতে চাইলে শ্রমবাজারে বাংলাদেশি কর্মীর সংখ্যা বৃদ্ধি করতে হবে।