ওরিয়ন গ্রুপের ২ প্রতিষ্ঠানের আয়ে বিপরীত চিত্র

By স্টার বিজনেস রিপোর্ট
14 November 2024, 10:18 AM
UPDATED 14 November 2024, 16:25 PM

ওরিয়ন গ্রুপের দুই প্রতিষ্ঠান ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশনের আয়ে বিপরীত চিত্র দেখা গেছে।

২০২৩-২৪ অর্থবছরে ওরিয়ন ফার্মার মুনাফা ৫০ শতাংশ কমে ৩১ কোটি ৮২ লাখ টাকা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে, প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) আগের বছর ছিল দুই টাকা ৭৪ পয়সা। আগের বছর ছিল এক টাকা ৩৬ পয়সা।

শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) কমেছে। এর সমন্বিত এনওসিএফপিএস হয়েছে ছয় টাকা ৭৮ পয়সা। ২০২২-২৩ অর্থবছরে ছিল ১০ টাকা ৬৫ পয়সা।

ওরিয়ন ফার্মার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।

একই সময়ে ওরিয়ন ইনফিউশনের মুনাফা বেড়েছে এক কোটি ২৩ লাখ টাকা।

ফলে ইনফিউশনের ইপিএস দুই টাকা শূন্য ছয় পয়সা থেকে বেড়ে হয়েছে দুই টাকা শূন্য আট পয়সা।

প্রতিষ্ঠানটির এনওসিএফপিএস দাঁড়িয়েছে দুই টাকা ৮২ পয়সা। আগের বছরের ছিল দুই টাকা ৯৮ পয়সা।

ওরিয়ন ইনফিউশনের পরিচালনা পর্ষদ ১২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।