স্বর্ণের দামে রেকর্ড, ভরি ১ লাখ ৪৫ হাজার টাকা

By স্টার অনলাইন রিপোর্ট
1 February 2025, 15:59 PM

দেশের বাজারে আবারও বাড়ছে স্বর্ণের দাম। আগামীকাল রোববার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের দাম বেড়ে হচ্ছে ১ লাখ ৪৫ হাজার ১২৩ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর এই তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪২ হাজার ৭৯০ টাকা।

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং অভ্যন্তরীণ সরবরাহে অস্থিরতার প্রভাবের কারণে এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে বাড়ছে।

২০২৩ সালের জুলাই মাসে, বাংলাদেশে প্রথমবারের মতো স্বর্ণের দাম ১ লাখ টাকা ছাড়িয়ে যায়।