স্বর্ণের ভরি ২ লাখ ছুঁই ছুঁই

By স্টার অনলাইন রিপোর্ট
24 September 2025, 03:32 AM
UPDATED 24 September 2025, 09:42 AM

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়ে হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৮ টাকা।

আজ বুধবার থেকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ঘোষিত নতুন দর কার্যকর হবে।

বাজুসের তথ্য অনুযায়ী, নতুন দরে প্রতি ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ৩ হাজার ৬৬২ টাকা।

সংস্থাটি জানায়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বাড়ায় এ সমন্বয় আনা হয়েছে।

বাংলাদেশে স্বর্ণের দাম টানা বেড়েই চলছে, প্রায় প্রতি সপ্তাহেই নতুন রেকর্ড তৈরি হচ্ছে। শুধু সেপ্টেম্বর মাসেই ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছে ১৬ হাজার টাকার বেশি।

শিল্পসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক স্বর্ণবাজারের প্রভাব, টাকার দর কম, অর্থনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ মূল্যস্ফীতির কারণে দাম বাড়ছে।