বিমানবন্দরের আগুনে ৪ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা ঔষধ শিল্প সমিতির

By স্টার অনলাইন রিপোর্ট
21 October 2025, 06:52 AM

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে কাঁচামালের ক্ষয়ক্ষতির কারণে দেশের ওষুধ খাতের চার হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে।

আজ মঙ্গলবার বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এমনটি বলেন।

তারা বলেন, তাৎক্ষণিকভাবে ওষুধের দাম এবং সরবরাহ শৃঙ্খলে এর প্রভাব পড়বে না। তবে, আগুনে ধ্বংসপ্রাপ্ত কাঁচামাল আনার ব্যবস্থা অবিলম্বে আগের অবস্থায় ফিরিয়ে না আনা হলে ওষুধের সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ঘটতে পারে।

সংগঠনের মহাসচিব মো. জাকির হোসেন বলেন, আগুনে ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে। কোম্পানিগুলোর কাছ থেকে তথ্য পাওয়ার পর এর পরিমাণ আরও বাড়তে পারে বলে তিনি জানান।

কাঁচামালের প্রভাব তৈরি পণ্যের ওপর পড়বে, তাই তারা ধরে নিয়েছেন যে, অর্থনৈতিক ক্ষতির পরিমাণ চার হাজার কোটি টাকার মতো হবে, বলেন তিনি।