দেশে এল যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান
যুক্তরাষ্ট্রে থেকে ভুট্টার চালান দেশে এসে পৌঁছেছে। আজ চট্টগ্রাম বন্দরে ৫৭ হাজার ৮৫৫ টনের এই চালানটি আসে। ২০১৮ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে ভুট্টা আমদানি করা হলো। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ২০২৫–২৬ শস্য বছরে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটায় উৎপাদিত এই হলুদ ভুট্টা ওয়াশিংটন রাজ্যের ভ্যাঙ্কুভার থেকে জাহাজে করে পাঠানো হয়েছে। এই ভুট্টা দিয়ে পশুখাদ্য তৈরি করা হবে। পোলট্রি ও গবাদিপশুর খাদ্যে এই ভুট্টার ব্যাপক ব্যবহার রয়েছে।
চালানটি গ্রহণ করতে চট্টগ্রাম বন্দরে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের কৃষি অ্যাটাশে এরিন কোভার্ট। এ সময় নাহার অ্যাগ্রো গ্রুপ, প্যারাগন গ্রুপ এবং নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের মতো শীর্ষস্থানীয় ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও তার সঙ্গে ছিলেন।
ইউনাইটেড গ্রেইন করপোরেশনের একজন কর্মকর্তা বলেন, আগামী বছরগুলোতেও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শস্য সরবরাহের ব্যাপারে আমরা আশাবাদী।