বিটিআরসির নতুন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ

By স্টার বিজনেস রিপোর্ট
11 December 2023, 14:11 PM
UPDATED 12 December 2023, 01:59 AM

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মহিউদ্দিন আহমেদ।

চেয়ারম্যান হিসেবে নিয়োগের আগে তিনি বিটিআরসির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

মো. মহিউদ্দিন আহমেদ শ্যাম সুন্দর সিকদারের স্থলাভিষিক্ত হবেন। শ্যাম সুন্দর সিকদার ২০২০ সালের ১৪ ডিসেম্বর বিটিআরসির চেয়ারম্যান পদে যোগ দিয়েছিলেন।

আজ সোমবার জারি করা একটি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী মো. মহিউদ্দিন আহমেদ ২০২৫ সালের ২৯ মে পর্যন্ত এই পদে থাকবেন।