চট্টগ্রামে নকল ব্র্যান্ডের ৫০ হাজার চা প্যাকেট জব্দ

By স্টার বিজনেস রিপোর্ট
4 September 2023, 11:21 AM

বন্দরনগরী চট্টগ্রামে ৪০ ধরণের নকল ব্র্যান্ডের প্রায় ৫০ হাজার চা প্যাকেট জব্দ করেছেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে চায়ের প্যাকেজিং গুদামে এ অভিযান চালান আদালত।

বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

বাংলাদেশ চা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহরের জেল রোড সংলগ্ন পিবি সুপার মার্কেটে চায়ের প্যাকেট প্রস্তুতকারক ও সরবরাহকারী মেসার্স আইনান এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এসব নকল ব্র্যান্ডের প্যাকেট জব্দ করা হয়। এসময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেন আদালত।

এছাড়া অনুমোদনহীন নকল চা ব্র্যান্ডের আকর্ষণীয় প্যাকেটে ভুয়া প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা এবং বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছে বলেও প্রমাণ পান আদালত।

এ বিষয়ে চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন বলেন, 'কিছু অসাধু ব্যবসায়ী ভুয়া প্রতিষ্ঠান ও ঠিকানা ব্যবহার করে নকল ব্র্যান্ডের চায়ের প্যাকেট তৈরি করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। এসব প্যাকেটের মাধ্যমে নিম্নমানের চা সারা দেশের ভোক্তাদের কাছে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। চা ব্যবসায় এসব অনিয়ম বন্ধে সারাদেশে অভিযান চালাচ্ছে চা বোর্ড।'