স্বর্ণের ভরি এখন ১ লাখ ২৪ হাজার টাকা

By স্টার বিজনেস রিপোর্ট
21 August 2024, 09:00 AM
UPDATED 21 August 2024, 15:08 PM

বাংলাদেশের বাজারে প্রতিভরি স্বর্ণের দাম ১ লাখ ২৪ হাজার ৫০১ টাকা ছাড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

আজ বুধবার থেকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের এই দাম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।

বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশীয় জুয়েলারি ব্যবসায়ীরা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) খাঁটি স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়েছে।

গতকাল বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য তদারকি সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে স্থানীয় বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ১৮ আগস্ট প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছিল ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা।

গত বছরের ২০ জুলাই প্রথমবারের মতো প্রতি ভরি স্বর্ণের দাম লাখ টাকার ওপরে উঠেছিল।