বকেয়া মজুরির দাবিতে যমুনা সার কারখানায় শ্রমিকদের বিক্ষোভ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বকেয়া মজুরি পরিশোধের দাবিতে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
আজ শনিবার সকালে শ্রমিকরা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে মজুরি বন্ধের প্রতিবাদ জানান।
শ্রমিকরা জানান, গত বছরের নভেম্বর থেকে তাদের বেতন বকেয়া। ফলে পরিবার নিয়ে তারা চরম মানবেতর জীবনযাপন করছেন।
কারখানায় দৈনিক মজুরি ভিত্তিতে জনবল সরবরাহে গত বছরের ২১ আগস্ট ঢাকার হাতিরপুল এলাকার মেসার্স আল-মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিমিটেডের সঙ্গে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, কারখানা চালু অবস্থায় ২৩৯ জন এবং বন্ধকালে ১৬৫ জন শ্রমিক সরবরাহের কথা ছিল। ঠিকাদার প্রতিষ্ঠান সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন পরিশোধ করলেও নভেম্বর থেকে ১৯০ জন শ্রমিকের বেতন বন্ধ করে দেয়।
শ্রমিকদের ভাষ্য, কারখানা কর্তৃপক্ষ ও ঠিকাদারকে একাধিকবার জানিয়েও ফল পাননি তারা।
মেসার্স আল-মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিমিটেডের মালিক মো. মমিনুল ইসলাম বলেন, 'দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫' এবং চুক্তি অনুযায়ী শ্রমিক নিয়োগ দেওয়ার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ সে শর্ত মানেনি।
'আমাদের মাধ্যমে মাত্র ২৪ জন শ্রমিক নিয়োগ হয়েছে, যাদের কাগজপত্র রয়েছে। তবুও সেপ্টেম্বর-অক্টোবর মাসের সব শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে। এই সমস্যার সমাধান না হওয়ায় নভেম্বর থেকে ১৯০ জন শ্রমিকের বেতন স্থগিত রাখা হয়,' বলেন মমিনুল।
তিনি আরও বলেন, তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে বকেয়া বেতন পরিশোধ করা হবে এবং বিষয়টি নিষ্পত্তি সাপেক্ষে কর্মী সামাজিক নিরাপত্তা তহবিলে অর্থ জমা দেওয়া হবে।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন।
তিনি আরও বলেন, 'অসহায় শ্রমিকদের বেতন আটকে রাখা অত্যন্ত অমানবিক।'
'শ্রমিক অসন্তোষের কারণে কারখানার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে,' যোগ করেন তিনি।