বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে সরকার

By স্টার বিজনেস রিপোর্ট
22 November 2023, 08:05 AM
UPDATED 22 November 2023, 17:32 PM

এবার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে সরকার, যার প্রতি ইউনিট দাম পড়বে ২১ টাকা ১৬ পয়সা। 

আজ বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভিপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, সরকারি ক্রয় কমিটির সভায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায়  ১১ মেগাওয়াট ক্ষমতার বর্জ্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ কেনা হলে ২৫ বছর মেয়াদে ওই কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ২১.১০৫ টাকা হিসেবে আনুমানিক ৪ হাজার ৬৮ কোটি টাকা পরিশোধ করতে হবে।

এছাড়া, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ফেনী জেলার সোনাগাজী উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ কেনা হলে ২০ বছর মেয়াদে উক্ত কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১১.০০৫৮ টাকা হিসেবে ২০ বছর মেয়াদে আনুমানিক ৩ হাজার ৫৬৬ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করতে হবে।