ডিসেম্বরে রিজার্ভ বাড়বে: বাংলাদেশ ব্যাংক

By স্টার বিজনেস রিপোর্ট
13 December 2023, 11:06 AM
UPDATED 14 December 2023, 00:10 AM

আইএমএফসহ বিভিন্ন উৎস থেকে ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার পর ডিসেম্বরে দেশের রিজার্ভ বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেছেন, আগামী শুক্রবারের মধ্যে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি (৬৮৯ মিলিয়ন ডলার) রিজার্ভে যোগ হবে।

আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইএমএফ ঋণ ছাড়াও আগামী সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৪০০ মিলিয়ন ডলার, দক্ষিণ কোরিয়া থেকে ৯০ মিলিয়ন ডলার এবং অন্যান্য উৎস থেকে অতিরিক্ত ১৩০ মিলিয়ন ডলার পেতে যাচ্ছে বাংলাদেশ।

সব মিলিয়ে এ মাসের মধ্যে ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার পাওয়া যাবে বলে জানান তিনি।

বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী, ৬ ডিসেম্বর পর্যন্ত রিজার্ভ ছিল ১৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার।

এদিকে গতকাল আইএমএফ বোর্ড বাংলাদেশের জন্য ৬৮১ মিলিয়ন ডলারের দ্বিতীয় কিস্তি অনুমোদন দিয়েছে।