৬০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বাসস
বাসস
21 December 2025, 19:34 PM
UPDATED 22 December 2025, 14:26 PM

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতকে পুনরুদ্ধার করার চলমান কৌশলের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে মার্কিন ডলার কিনেছে।

গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংক জানায়, চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৬০ মিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, ১২২ দশমিক ৩০ টাকা দরে ডলার কেনা হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে ২০২৫ সালের ডিসেম্বরে কেনা হয়েছে মোট ৮০৫ মিলিয়ন ডলার।

সব মিলিয়ে ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ২ হাজার ৯৩১ দশমিক ৫০ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।