বেসরকারি প্রভিডেন্ট ফান্ডে কর কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ
স্টার অনলাইন গ্রাফিক্স
বেসরকারি কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোকে কর্মচারী কল্যাণ তহবিল (প্রভিডেন্ট ফান্ড) থেকে অর্জিত আয়ের ওপর কর ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিভিন্ন অংশীজনদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা করের পরিমাণ কমিয়েছি।'
চলতি অর্থবছরে আয়কর আইনে বেসরকারি কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর প্রভিডেন্ট ফান্ডের ওপর ২৭ দশমিক ৫ শতাংশ কর আরোপ করেছিল সরকার।
এছাড়াও বেসরকারি খাতের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি তহবিল ও শ্রমিকদের লভ্যাংশের তহবিলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক এবং করছাড় তুলে নেওয়া হয়।
তবে, আয়কর আইনে সরকারি প্রভিডেন্ট ফান্ডগুলোকে কর অব্যাহতি দেওয়া হয়েছে। যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন এবং বিধানটির সমালোচনা করছেন।

