পলিসি রেট বেড়ে ৯.৫ শতাংশ, কার্যকর ২৫ সেপ্টেম্বর থেকে

By স্টার বিজনেস রিপোর্ট
24 September 2024, 11:30 AM
UPDATED 24 September 2024, 17:40 PM

মূল্যস্ফীতির লাগাম টানতে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে যে পরিমাণ ঋণ নেয় তা ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে সাড়ে নয় শতাংশ করা হয়েছে।

আজ মঙ্গলবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর নতুন নীতি হার কার্যকর হবে।

নীতি হার বাড়ানোর ফলে ব্যাংক ঋণ নেওয়া ব্যয়বহুল হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। মানুষের খরচ ও চাহিদা কমাতে সক্ষম হবে। এর ফলে মূল্যস্ফীতি কমবে।