বছরে রেমিট্যান্স প্রথমবারের মতো ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

By স্টার বিজনেস রিপোর্ট
29 June 2025, 14:37 PM

দেশে বছরে রেমিট্যান্স প্রবাহ প্রথমবারের মতো ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছর শেষ হওয়ার আগেই ২৮ জুন পর্যন্ত রেমিট্যান্স আয় দাঁড়িয়েছে ৩০ দশমিক ০৪ বিলিয়ন ডলারে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ছিল আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৫ শতাংশ বেশি। 

এর আগে, দেশে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার এবং নেট রিজার্ভ ২০ দশমিক ৩১ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী দেশে রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৩২ বিলিয়ন ডলার।