৩১ ডিসেম্বর পর্যন্ত দেওয়া যাবে আয়কর রিটার্ন

By স্টার অনলাইন রিপোর্ট
23 November 2025, 10:56 AM
UPDATED 23 November 2025, 22:04 PM

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫–২৬ করবছরের জন্য ব্যক্তিগত করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে।

আজ রোববার এক বিশেষ আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এর আগে এই সময়সীমা ছিল ৩০ নভেম্বর।

পৃথক আরেকটি আদেশে এনবিআর জানিয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করতে যেসব করদাতা সমস্যায় পড়েছেন তারা যথাযথ কারণ দেখিয়ে ১৫ ডিসেম্বরের মধ্যে তাদের সংশ্লিষ্ট ডেপুটি ট্যাক্স কমিশনারের কাছে আবেদন করতে পারবেন।

এ বছর সকল ব্যক্তিগত করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। কেবলমাত্র ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক, শারীরিকভাবে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে বসবাসকারী বাংলাদেশি, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির দাখিল করা রিটার্ন এবং দেশে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।

গত বছর মোট ৪৫ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন, যা চলতি বছরে এখন পর্যন্ত দাখিল হওয়া সংখ্যার তিন গুণেরও বেশি। দেশে মোট করদাতা পরিচয় সংখ্যা বা টিআইএন-ধারীর সংখ্যা ১ কোটি ২৪ লাখ।