আরও ১ মাস বাড়ল আয়কর রিটার্ন জমার সময়

By স্টার বিজনেস রিপোর্ট
28 December 2025, 05:41 AM

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আবারও এক মাস বাড়িয়েছে।

আজ রোববার জারি করা এক বিশেষ আদেশে কর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে।

এর আগে রিটার্ন দাখিলের শেষ সময় এক মাস বাড়িয়ে ৩০ ডিসেম্বর করা হয়েছিল।

এনবিআর বলেছে, জনস্বার্থে এই সময়সীমা বাড়ানো হয়েছে।