‘মাইশেলফ অ্যালেন স্বপন’ দিয়ে রেকর্ড ভাঙল চরকির

By স্টার অনলাইন রিপোর্ট
26 April 2023, 13:24 PM
UPDATED 26 April 2023, 19:36 PM

মুক্তির ১০০ ঘণ্টার মধ্যে ১ কোটি মিনিট স্ট্রিমিং হয়েছে চরকি অরিজিনাল সিরিজ 'মাইশেলফ অ্যালেন স্বপন'। সিরিজটি দিয়ে নিজেদের রেকর্ড ভেঙেছে এই ওটিটি প্ল্যাটফর্মটি। 

গত ২১ এপ্রিল মুক্তি পায় 'মাইশেলফ অ্যালেন স্বপন'। বাংলাদেশের প্রথম স্পিন-অফ এই সিরিজ নির্মাণ করেছেন পরিচালক শিহাব শাহীন।

২০২২ সালের ঈদ-উল-আজহায় মুক্তি পাওয়া আলোচিত  সিরিজ 'সিন্ডিকেট' এর জনপ্রিয় চরিত্র ছিল অ্যালেন স্বপন।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষার বেশকিছু ডায়লগ ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি হয়েছিল দর্শকপ্রিয়।

সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। আরও অভিনয় করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা, সুমন আনোয়ার, আব্দুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের রুবেল, অর্ণব ত্রিপুরা, মিশকাত মাহমুদ, আইমন শিমলা, ফরহাদ লিমন, জাহিদ ইসলাম, সাজু মাহাদি প্রমুখ।

চট্টগ্রামের ইয়াবা চোরাকারবারি থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিংয়ের মূল হোতা হয়ে ওঠার জার্নি ৭ পর্বের সিরিজ 'মাইশেলফ অ্যালেন স্বপন'।