ইমরান-পড়শীর চতুর্থ দ্বৈত গান ‘কথা একটাই’

By স্টার অনলাইলন রিপোর্ট
8 December 2024, 11:28 AM

সময়ের শ্রোতানন্দিত সংগীতশিল্পী ইমরান ও সাবরিনা পড়শীর কণ্ঠে বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয় হয়েছে। তারা একসঙ্গে এই পর্যন্ত চারটি দ্বৈত গান উপহার দিয়েছেন তার শ্রোতাদের। 

এই জুটির প্রকাশিত 'জনম জনম' গানটি বেশ আলোচনার পর তারা আবার হাজির হচ্ছেন 'কথা একটাই' নিয়ে। 

রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। গানটি ১০ ডিসেম্বর প্রকাশ পাবে পড়শীর ইউটিউব চ্যানেলে। 

ইমরান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটি পড়শীর সঙ্গে করা আমার চতুর্থ দ্বৈত গান। এই গানটা নিয়ে দর্শকদের মাঝে অনেক আগ্রহ দেখতে পাচ্ছি। এবার অন্যরকম একটি গান নিয়ে হাজির হচ্ছি আমরা। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।' 

সাবরিনা পড়শী ডেইলি স্টারকে বলেন, 'রবিউল ইসলাম জীবন মামার লেখা ইমরান ভাইয়ের সুর ও সংগীতে তিনজনের এই প্রজেক্ট দীর্ঘদিন পর হলো। বেশ আগে আমরা "জনম জনম" শিরোনামে একটি গান করেছিলাম। দীর্ঘদিন পর "কথা একটাই" গানটা হলো। এই গানটার রেকর্ডিং ও মিউজিক ভিডিও করার সময় নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। এই গানটা ইমরান ভাইয়ার সঙ্গে করা আমার চতুর্থ দ্বৈত গান।'