হংকং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে কে-পপ সদস্যরা

By স্টার অনলাইন ডেস্ক
28 November 2025, 07:36 AM

দক্ষিণ কোরিয়ার পপ সঙ্গীত অঙ্গনের শিল্পী ও প্রতিষ্ঠানগুলো হংকংয়ের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার ঘোষণা দিয়েছে।

আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এসএম এন্টারটেইনমেন্ট জানায়, তারা হংকং রেড ক্রসকে ১০ লাখ হংকং ডলার (প্রায় ১ লাখ ২৮ হাজার মার্কিন ডলার) অনুদান দেবে। অগ্নিনির্বাপণ, উদ্ধারকাজ ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে সহায়তার জন্য এই অনুদান দেওয়া হবে।

গার্ল গ্রুপ এস্পা জানায়, তারা ৫ লাখ হংকং ডলার অনুদান দেবে।

তারা তাদের অফিসিয়াল উইবো অ্যাকাউন্টে জানিয়েছে, 'এই ঘটনার জন্য আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। আমাদের এই ছোট্ট সহায়তা যেন তাদের উপকারে আসে আমরা সেই কামনা করি। সবাই যেন নিরাপদ থাকে, এই প্রার্থনা করি।'

বয় ব্যান্ড রাইজ জানায়, তারা আড়াই লাখ হংকং ডলার অনুদান দেবে। তারা আশা প্রকাশ করেছে, তাদের এই অবদান উদ্ধারকাজ ও পরবর্তী সহায়তা কার্যক্রমে কাজে লাগবে।'