'টোনাটুনি' আমার শেষ আইটেম গার্ল হিসেবে পারফর্ম করা গান: মিলা

By স্টার অনলাইন রিপোর্ট
15 June 2024, 10:41 AM

পপ তারকা মিলা ইসলাম এবার ঈদে আসছেন নতুন গান 'টোনাটুনি' নিয়ে। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন গায়িকা নিজেই। গানে মিলার সঙ্গে মডেল হয়েছেন মারুফ চৌধুরী অমি। এটির ভিডিও নির্মাণ করেছেন ইলজার ইসলাম। জি-সিরিজ থেকে গানটি আজ শনিবার প্রকাশিত হবে।

মিলা বলেন, 'প্রথমবার আইটেম গানে হাজির হয়েছিলাম 'রূপবান' গানে। এরপর আর কখনোই এভাবে দেখা যায়নি। এবার নিজেই গানের কথাগুলো লিখেছি। ভক্তদের প্রত্যাশা অনুযায়ী 'টোনাটুনি' গানে হাজির হচ্ছি। তবে এমন আইটেম গানে আর কখনো হাজির হবো না। নতুন গানটি হতে যাচ্ছে আমার শেষ আইটেম গার্ল হিসেবে পারফর্ম করা গান।'

তিনি আরও বলেন, 'মাঝে নতুন গানের অনেক প্রস্তাব পেয়েছিলাম কিন্তু করিনি এই গানটির জন্য। দীর্ঘ সময় এই গানটির অপেক্ষায় ছিলাম। এ গানের জন্য অন্যরকম একটা মায়া তৈরি হয়েছে। বিভিন্ন কারণে মাঝে কিছু সময় নষ্ট হয়েছে। আর সেটা হতে দিতে চাই না। কারণ আমি জানি আমার শ্রোতা-দর্শক আমাকে কতটুকু চায়। স্টেজ শোর ধারবাহিকতা অব্যাহত থাকবে। তাছাড়া নতুন গানের কাজও করা আছে। নতুন বছর কয়েকটি গান নিজের মনের মতো করে প্রকাশ করতে চাই।'

তিন বছর আগে জি-সিরিজ থেকে 'আইসালা' শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছিল মিলার।