কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘প্রিয় মালতী’

By স্টার অনলাইন রিপোর্ট
4 November 2024, 12:33 PM
UPDATED 4 November 2024, 18:57 PM

আফ্রিকা ও আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের একটি কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ১৩ থেকে ২২ নভেম্বর এ উৎসব চলবে মিশরের কায়রো শহরের কায়রো অপেরা হাউজে। উৎসবে অংশ নেবেন বিশ্বের নামিদামি নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা। তাদের সঙ্গে এবার থাকছে বাংলাদেশেরও নাম।

সম্মানজনক এই উৎসবের ৪৫তম আসরের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে অফিশিয়ালি চূড়ান্ত হয়েছে দেশের সিনেমা 'প্রিয় মালতী', ইংরেজিতে যার নাম হুইসপারস অফ এ থ্রাস্টি রিভার। ৪ নভেম্বর বাংলাদেশ সময় বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।

সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিনেমাটির চিত্রনাট্য করেছেন শঙ্খ দাসগুপ্ত ও আবু সাইদ রানা। গল্প রচনা ও পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত।

নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন, 'আফ্রিকার সবচেয়ে বড় উৎসবে সিনেমাটি যাওয়া একটা বড় ব্যাপার। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে সিনেমাটির কাজ শুরু করেছিলাম। সিনেমাটি এখন দর্শকদের সামনে আনতে পারছি জন্য ভালো লাগছে। আমি বিশ্বাস করি আর্ট রাজনীতির বাইরে নয়। যাপিত জীবনের গল্প আছে সিনেমায়, তাই দর্শকরা সহজেই কানেক্ট করতে পারবেন।'

মেহজাবীন বলেন, 'প্রিয় মালতী সিনেমায় আমি মালতী চরিত্রে অভিনয় করেছি। সেই সিনেমাটি কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে, এটা খুবই আনন্দের। আমি কাজটি করেছি মূলত ইউনিক প্লটের কারণে। এ ছাড়া সিনেমাটির টিমটা খুবই দারুণ। বিদেশের দর্শকরা সিনেমাটি দেখবে জন্য ভালো লাগছে। তবে আমি সবচেয়ে খুশি হব দেশের দর্শকদের সিনেমাটি দেখাতে পারলে। আমি আশা করি, সিনেমাটি দর্শকেদর ভাবাবে।'

এ সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে। সিনেমাটি দেশের দর্শকরা কবে দেখতে পাবেন, তা চূড়ান্ত করে বলেননি সংশ্লিষ্টরা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি।