অবশেষে মুক্তির অনুমতি পেল ‘মেকআপ’

By স্টার অনলাইন রিপোর্ট
23 December 2024, 13:12 PM
UPDATED 23 December 2024, 19:28 PM

দুই বার ব্যর্থ হওয়ার পর অবশেষে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে 'মেকআপ' সিনেমা। সিনেমাটি চার বছর আগে নির্মাণ করেছিলেন পরিচালক অনন্য মামুন। অবশেষে গত ১৭ ডিসেম্বর সিনেমাটি সিনেমা হলে মুক্তির অনুমতি দিয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।

এ সিনেমায় একজন চলচ্চিত্র তারকার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তারিক আনাম খান। চরিত্রটির নাম শাহবাজ খান। আরও আছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও নিপা আহমেদ রিয়েলি।

এ প্রসঙ্গে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দ্য ডেইলি স্টারকে বলা হয়, 'সিনেমাটি প্রথমে মুক্তি পেতে সমস্যা হয়েছিল ৫ আগস্টের আগে যারা সেন্সরবোর্ডে ছিলেন তাদের একজনের ব্যক্তিগত কারণে। পরেরবার সিনেমাটি নিয়ে কিছু সমস্যার কথা বলা হয়েছিল। আমরা সেইমতো চেষ্টা করেছি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।'