চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ২৮ ডিসেম্বর

By স্টার অনলাইন রিপোর্ট
26 December 2024, 06:35 AM

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর। নির্বাচনকে ঘিরে এখন এফডিসিতে আসছেন অনেক পরিচালক। তবে কোথাও চোখে পরছে না ভোট নিয়ে জমজমাট আয়োজন।

দুই বছর মেয়াদের লড়াইয়ে এই নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। একটি প্যানেলের সভাপতি ও মহাসচিব শাহিন সুমন ও শাহীন কবির টুটুল এবং অপর প্যানেলের সভাপতি ও মহাসচিব পদে প্রার্থী মুশফিকুর রহমান গুলজার ও শাফি উদ্দীন সাফি।

নাম প্রকাশ না করার শর্তে এক পরিচালক দ্য ডেইলি স্টারকে বলেন, 'নির্বাচন সাধারণত দুই বছর পরপরই হয়। আগের কমিটির মেয়াদ শেষ। তা ছাড়া দীর্ঘদিন তাদের তেমন কোনো কার্যক্রম ছিল না। এ কারণে দ্রুত নির্বাচন দেওয়া। এর মধ্য দিয়ে পরিচালক সমিতির ক্ষমতার পরিবর্তন হবে, এই যা। এ ছাড়া সব নিয়ম মেনেই নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে।'

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল লতিফ বাচ্চু, সহকারী নির্বাচন কমিশনার এ জে রানা ও বি এইচ নিশান।