আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫, সংবাদ সম্মেলনে কাঁদলেন নির্মাতা অমি

By স্টার অনলাইন রিপোর্ট
1 June 2025, 17:25 PM
UPDATED 1 June 2025, 23:40 PM

আসছে দর্শকনন্দিত ওয়েব সিরিজ 'ব্যাচেলর পয়েন্ট' এর নতুন সিজন।

সিরিজটির সর্বশেষ বা পঞ্চম সিজন নিয়ে আজ রোববার সন্ধ্যায় গুলশানের একটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

নতুন সিজনের মুক্তি উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ব্যাচেলর পয়েন্টের অভিনয়শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, মুসাফির সৈয়দ, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লালিমা, পরিচালক কাজল আরেফিন অমিসহ অনেকেই। 

কাজল আরেফিন অমি বলেন, 'সত্যি কথা বলতে আমি যখন ব্যাচেলর পয়েন্ট সিরিজ শুরু করি তখন নিজেও জানতাম না এই সিরিজের ভবিষ্যৎ কি। যতটুকু বাজেট ছিল তা নিয়েই সততার সঙ্গে শুরু করেছি। কখনো বাজেটের কথা চিন্তা করিনি। এই করতে করতে আমরা ৭ বছরে ৫টি সিজনে এসে পৌঁছেছি। সব সময় দর্শকের কথা চিন্তা করে কাজ করেছি। দর্শকদের জন্যই কাজ করি, তাদের চাওয়াতে ২৬ মাস পর "সিজন ৫" নিয়ে আসছি। এই সিরিজ করতে গিয়ে এক একটা বাধা পেয়েছি। চারিদিক থেকে আমাকে বলা হয়েছে তোমার নামে অনেক অভিযোগ। আর এই বাধাগুলো যেখানে পেয়েছি সেখান থেকে নতুন কিছু যোগ হয়েছে আমার ক্যারিয়ারে।'

কান্নাজড়িত কণ্ঠে তিনি এসব কথা বলেন।

'এর আগের সিজন টেলিভিশন ও ইউটিউব স্ট্যান্ডার্ডে বানিয়েছিলাম। কিন্তু গত দুই বছরে আমি বেশ কিছু ওয়েব কনটেন্ট বানিয়েছি, যা দর্শকরা পছন্দ করেছেন। এসব কাজে আমার একরকম সিনেম্যাটিক অভিজ্ঞতা হয়েছে। আমি চাই নতুন সিজেনে আমার নির্মাণে সেই সিনেম্যাটিক অভিজ্ঞতার ছাপ থাকুক', যোগ করেন তিনি।

ঈদের দিন একসঙ্গে নতুন ৮ এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে।

পরের মাসে অর্থাৎ জুলাইয়ে প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ অ্যাপে আরও ৮ এপিসোড রিলিজ হবে। একইদিন রাত ৯ টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম এপিসোড মুক্তি পাবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে।

458_0.png
ব্যাচেলর পয়েন্টের নতুন সিজনের পোস্টার। ছবি: ফেসবুক

পরদিন (শুক্রবার) রাত ৯ টায় বুম ফিল্মসের ইউটিউবে দ্বিতীয় এপিসোড রিলিজ হবে এবং সাড়ে ৯টায় চ্যানেল আইতে দেখা যাবে।

এভাবে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে দর্শকনন্দিত সিরিজ 'ব্যাচেলর পয়েন্ট' এর পঞ্চম সিজন।

২০২২ সালের শেষ দিকে দর্শকপ্রিয় ধারাবাহিক 'ব্যাচেলর পয়েন্ট ৪' সিজনের শেষ পর্ব প্রচারিত হয়েছিল।