কাল দেশে মুক্তি পাচ্ছে হলিউডের ৪ সিনেমা

By স্টার অনলাইন রিপোর্ট
26 June 2025, 13:37 PM
UPDATED 26 June 2025, 19:44 PM

আগামীকাল শুক্রবার হলিউডের চারটি সিনেমা একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্সে।

তার মধ্যে রয়েছে আলোচিত হরর সিনেমা 'মেগান' এর সিক্যুয়েল 'মেগান ২.০' এবং ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ওপর ভিত্তি করে নির্মিত সিনেমা 'এফ ওয়ান'।

অন্য দুটি সিনেমার একটি হলো জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা 'হাউ টু ট্রেইন ইওর ড্রাগন' সিরিজের লাইভ-অ্যাকশন রিমেক 'হাউ টু ট্রেইন ইওর ড্রাগন'। গত ১৩ জুন মুক্তির পরপরই এটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহলোতে বেশ ভালো সাড়া পেয়েছে। এ বছরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আয়ের দিক থেকে এ পর্যন্ত সেরা পাঁচ সিনেমার মধ্যে চতুর্থ অবস্থানে আছে এটি।

এ ছাড়া, এক দশকের দীর্ঘ অপেক্ষার পর পর্দায় এসেছে 'ফাইনাল ডেস্টিনেশন' ফ্রাঞ্চাইজির নতুন সিনেমা 'ফাইনাল ডেস্টিনেশন। এটিও স্টার সিনেপ্লেক্সে আসছে কাল।