ইমা অ্যাওয়ার্ডে বাংলাদেশের ‘নিশি’

By স্টার অনলাইন রিপোর্ট
11 October 2025, 06:22 AM

এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (ইমা) অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে জায়গা করে নিয়েছে গোলাম রাব্বানীর সিনেমা 'নিশি'।

১১ অক্টোবর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় রেডফোর্ড স্টুডিও সেন্টার, লস এঞ্জেলসে ছবিটির প্রদর্শনী হবে।

ছবিটির প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, ইমা অ্যাওয়ার্ডে বাংলাদেশ প্রথমবারের মতো নমিনেশন পেয়েছে। এই নমিনেশন পাওয়ার মাধ্যমে 'নিশি' এখন বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের একটি—যা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য এক বিশাল অর্জন।

স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমার সহপরিচালক হিসেবে আছেন জহিরুল ইসলাম।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেস্কো ঢাকার সহযোগিতায় এটি নির্মিত হয়েছে।

ছবিটির গল্পে দেখা যাবে, একজন চা শ্রমিকের কন্যা সন্তানের পড়ালেখা বন্ধ হয়ে যায় পানির সঙ্কটের কারণে। বাড়িতে একটা টিউবওয়েল দেওয়ার নাম করে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন।

পোল্যান্ডের লড ফিল্ম স্কুলে সিনেমাটির চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ হয়েছে। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন এই ফিল্ম স্কুলের নাতালিয়া পুসনিক।

সিলেটের একটি চা বাগানের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে এবং এতে অভিনয় করেছেন চা বাগানের শ্রমিকরাই।

গোলাম রাব্বানী জানান, ছবিটি বর্তমানে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য পাঠানো হচ্ছে। শিগগির বাংলাদেশেও এর প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।

এর আগে গোলাম রাব্বানীর 'ছুরত' ও 'আনটাং' ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন পেয়েছে।