‘একটা চাদর হবে’র গায়ক জেনস সুমন মারা গেছেন
জেনস সুমন। ছবি: সংগৃহীত
নব্বই দশকের 'একটা চাদর হবে' গানের সংগীতশিল্পী জেনস সুমন মারা গেছেন।
আজ শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকার একটি হাসপাতালে হৃদরোগ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
তার মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী গীতিকার ইথুন বাবু।
জেনস সুমন ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে 'একটা চাদর হবে' গানটি গেয়ে আলোচিত হয়েছিলেন। প্রায় ৩০০ গান গেয়েছেন তিনি। এই কণ্ঠশিল্পীর আসল নাম গালিব আহসান মেহেদি। জেনস সুমনের প্রথম একক অ্যালবাম 'আশীর্বাদ' প্রকাশিত হয় ১৯৯৭ সালে। 'আকাশ কেঁদেছে', 'অতিথি', 'আশবাদী', 'একটা চাদর হবে', 'আয় তোরা আয়', 'চেরী' তার শ্রোতাপ্রিয় গান।