কুকুরছানা হত্যায় তারকাদের ক্ষোভ

শাহ আলম সাজু
শাহ আলম সাজু
3 December 2025, 16:44 PM

পাবনার ঈশ্বরদীতে সদ্যোজাত ৮টি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার ঘটনায় দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। ক্ষুব্ধ শোবিজ তারকারাও। প্রতিবাদে সোচ্চার তারা। কোনো কারণ ছাড়াই বিভিন্ন সময়ে কুকুর ও বিড়ালকে মেরে ফেলার মতো অমানবিক ঘটনা আর দেখতে চান না তারা, কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দ্য ডেইলি স্টারের সাথে কথা বলেন চার তারকা- তমা মীর্জা, আজমেরী হক বাঁধন, আব্দুন নূর সজল ও অপু বিশ্বাস।

তমা মীর্জা

অভিনেত্রী তমা মীর্জা দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঈশ্বরদীতে ৮টি কুকুরকে  মেরে ফেলার পর মনটা কেমন যেন করছে। বারবার ভাবছি, যিনি এতগুলো কুকুরকে মেরেছেন, মানুষ মারতেও তার কষ্ট হবে না, হাত কাঁপবে না।'

এ ঘটনায় প্রাণী কল্যাণ আইনে দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার রাতে অভিযুক্ত নিশি রহমানকে গ্রেপ্তারের খবর দেখেছেন বলে জানান তমা।

বলেন, 'শুধু গ্রেপ্তার করলেই হবে না। বিচারের মধ্য দিয়ে শাস্তি নিশ্চিত করলেই তাদের মধ্যে ভয় ঢুকবে এবং এমন ঘৃণ্য কাজ আর করবেন না।'

তমা মীর্জা তার নিজের বাসায় পালা দুটি কুকুরের স্মৃতিচারণ করেন।

বলেন, 'প্রায় সাড়ে ৯ বছর বেঁচে ছিল কুকুর দুটি । অনেক উপকার করেছে আমাদের। ওদের কারণে বড় বড় দুটি ডাকাতির ঘটনা থেকে রেহাই পাই আমরা। এখনো ওদের কথা ভুলতে পারি না আমি।'

জানান, তার একটা বিড়ালও আছে। প্রায় ১২ বছর ধরে তার বাসাই আছে।

মা কুকুরটির অসহায়ত্বের কথা তুলে ধরে তমা আরও বলেন, 'এ ঘটনা নতুন না । অনেকেই নানান সময়ে এমন কুকুর-বিড়ালকে হত্যা করেছে।' 

আজমেরী হক বাঁধন

মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কুকুর ছানাগুলোকে মারার পর কেবল ভাবছি মানুষ এতো হিংস্র হয় কিভাবে?'

এমন অমানবিক কাজের মধ্য দিয়ে মানুষ তার পশুত্ব প্রকাশ করে বলে দু:খ প্রকাশ করেন বাঁধন।

বলেন, 'এই পৃথিবী শুধু মানুষের না। এই পৃথিবী সব প্রাণীর। বড় অন্যায় হয়েছে। আমরা চাই না কেউ এমন কাজ করুক।'

বাঁধনও ঘৃণিত এ অপরাধের জন্য শাস্তি নিশ্চিতের দাবি জানান।

সব মানুষকে মানবিক হয়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, 'বোবা প্রাণীদের প্রতি ঘৃণা নয়, ভালোবাসা থাকতে হবে।'

আব্দুন নূর সজল

টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করা আব্দুন নূর সজল প্রশ্ন করেন,'মানবিক গুণ, মনুষ্যত্ব ও ভালোবাসা যে মানুষের ভেতরে নেই, তিনি কী মানুষ?কোনো সুস্থ মানুষ এমন জঘন্য কাজ কিভাবে করতে পারেন?'

দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভীষণ কষ্ট পেয়েছি এতোগুলো কুকুরছানাকে মেরে ফেলার জন্য। কোনোভাবেই মেনে নিতে পারছি না। ছবিগুলো বার বার ভেসে উঠছে চোখে।'

সবাইকে মানবিক হতে বলেন সজল। প্রাণীর প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বলেন, 'রাস্তা-ঘাটে কিংবা বাসার কাছে কুকুর-বিড়াল দেখে আমরা যেন হিংস্র না হই। আমরা যেন ভালোবাসি ওদের।'

অপু বিশ্বাস

চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, 'ভাষায় প্রকাশ করতে পারছি না, কী বলে প্রতিবাদ করব?'

বিষ্ময় নিয়ে অভিনেত্রী আরও বলেন, 'কি করে পারল এমন কাজ করতে? ৮টি কুকুরছানাকে বস্তায় ভরে পানিতে ফেলে দিতে পারল? এই কাজটি করতে কি তার একবারও হৃদয় কাঁপেনি? বোবা প্রাণীদের জন্য একটুও মায়া হয়নি?'

যার যার অবস্থান থেকে সবাইকে প্রতিবাদ করার আহ্বান জানান তিনি।

বলেন, 'কুকুর হোক আর বিড়াল হোক, ওদের প্রতি মানবিক না হলে চলবে না।'