নতুন বছরে ৫ তারকার প্রত্যাশা

শাহ আলম সাজু
শাহ আলম সাজু
1 January 2026, 18:37 PM
UPDATED 2 January 2026, 01:22 AM

নতুন বছরের শুরু মানেই নতুন আশা আর স্বপ্ন। সাধারণ মানুষের মতো তারকারাও নতুন বছরকে ঘিরে নানা প্রত্যাশা ও পরিকল্পনা করেন। সেই ধারাবাহিকতায় ২০২৬ সাল নিয়ে নিজেদের ভাবনা ও প্রত্যাশার কথা দ্য ডেইল স্টারকে বলেছেন পাঁচ তারকা।

চঞ্চল চৌধুরী 

নতুন বছরে অন্যতম প্রত্যাশা—দেশ ভালো থাকুক। সবার আগে আমাদের বাংলাদেশ। কাজেই দেশ সুন্দর থাকুক, অনেক ভালো থাকুক। আমার কথা হলো—নিজের দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি। দেশের মানুষ শান্তিতে থাকুক। নতুন বছরের প্রথম দিন থেকেই সুখ, শান্তি বিরাজ করুক। দেশের সব মানুষের জন্য ভালোবাসা। সুন্দর আগামীর স্বপ্ন দেখি দেশকে নিয়ে।

সিয়াম আহমেদ

নতুন বছরের প্রত্যাশা—দেশ ও দেশের মানুষ শান্তিতে থাকুক। দেশের সব মানুষের প্রতি আমার গভীর ভালোবাসা। মানুষের জীবনের নিরাপত্তা দরকার। যেভাবে থাকলে দেশ ও মানুষ ভালো থাকবে, সেভাবেই সবকিছু ভালো থাকুক। সুন্দর জীবন কাটুক সবার। কাজের ক্ষেত্রে বলব—দর্শকদের যেন আরও ভালো কাজ উপহার দিতে পারি নতুন বছরে। আমার কাছে দর্শকদের যতটুকু প্রত্যাশা, তা যেন ছাড়িয়ে যেতে পারি।


রাশেদ মামুন অপু

নতুন বছরে প্রত্যাশা অনেক। ভালোবাসি বাংলাদেশ, সেজন্য খুব করে বলব—দেশ ভালো ও সুন্দর থাকুক। দেশের মানুষের মুখে হাসি থাকুক। মানুষের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠুক। হিংসা ভুলে ভালোবাসায় ভরে উঠুক সবার হৃদয়। আর অভিনয় নিয়ে প্রত্যাশা—সবসময় ভিন্ন কাজ করতে চেয়েছি, সেভাবেই কাজ করে যেতে চাই। মানুষের ভালোবাসা যেন বেশি বেশি পাই। চ্যালেঞ্জিং কাজ বেশি করতে চাই। দর্শকদের হৃদয়ে আরও বেশি করে জায়গা পেতে চাই।

5.jpg
রাশেদ মামুন অপু। ছবি: সংগৃহীত

সজল

প্রতিদিন সকালে উঠে বলি—সবার জীবন সুন্দর হোক। সব মানুষের মঙ্গল হোক। সবসময় মানুষ ও দেশের জন্য প্রার্থনা করি। সেভাবেই নতুন বছরে প্রত্যাশা আরও বেশি। প্রথমত জোর দিয়ে দেশের মানুষের মঙ্গল কামনা করছি। মানুষের মধ্যে যেন হিংসা-ভেদাভেদ না থাকে। ভালোবাসায় ভরপুর থাকে। অন্যদিকে অভিনয় আমার ভালোবাসা ও সাধনা। অভিনয় নিয়ে নতুন বছরে প্রত্যাশা—ব্যতিক্রমী কাজ করতে চাই। দর্শকরা মনে রাখবেন তেমন চরিত্র বেশি করতে চাই। গতানুগতিক কাজ করতে চাই না।

6.jpg
সজল। ছবি: শেখ মেহেদি মোরশেদ/স্টার

বিদ্যা সিনহা মিম

নতুন বছরে নতুন প্রত্যাশা তো থাকবেই। নতুন স্বপ্নও আছে। আরও আছে নতুন চাওয়া। প্রথমেই বলতে চাই—দেশটা সুন্দর ও ভালো থাকুক। দেশের মানুষ ভালো থাকুক। মানুষের জীবন আরও সুন্দর হয়ে উঠুক। অভিনয় নিয়ে বলতে চাই—সংখ্যা দিয়ে নয়, মানসম্পন্ন কাজ যুক্ত হোক আমার ক্যারিয়ারে। ভালো কাজের প্রতি ক্যারিয়ারের শুরু থেকেই বেশি চাওয়া। নতুন বছরেও তাই প্রত্যাশা করছি—ভালো সিনেমা যেন দর্শকদের নতুন বছরে উপহার দিতে পারি।