প্রাচ্যনাট স্কুলের প্রযোজনায় জর্জ অরওয়েলের ‘অ্যানিমেল ফার্ম’

By স্টার অনলাইন রিপোর্ট
29 January 2025, 10:59 AM
UPDATED 29 January 2025, 17:51 PM

প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ৪৭তম ব্যাচের সমাপনী প্রযোজনা আগামীকাল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে তারা মঞ্চস্থ করবে জর্জ অরওয়েলের 'অ্যানিমেল ফার্ম'। প্রযোজনাটির সম্পাদনা, নাট্যরূপ ও নির্দেশনায় আছেন জগন্ময় পাল।

প্রাচ্যনাট জানিয়েছে, বাংলাদেশের থিয়েটারের বিস্তারে ও দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে সুদীর্ঘ ২৪ বছর ধরে কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ছয় মাসের পাঠ্যসূচিতে একজন প্রশিক্ষণার্থী থিয়েটারের সব আনুষঙ্গিক বিষয়ে একটি স্পষ্ট ধারণা পায়। ইতোমধ্যে এই স্কুলের ৪৬টি ব্যাচ সফলভাবে তাদের কোর্স সম্পন্ন করেছে। পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে ৪৭তম ব্যাচেরও।

সমাপনী প্রযোজনার দিন এই ব্যাচের শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করা হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষক ও থিয়েটার কর্মী সামিনা লুৎফা নিত্রা এবং লেখক ফিরোজ আহমেদ। নাট্য প্রদর্শনী ছাড়াও ওই দিন মিলনায়তনের বাইরে থাকবে উন্মুক্ত পোস্টার প্রদর্শনী।