৮০০ কোটি রুপি বাজেটের সিনেমায় আল্লু অর্জুন

By স্টার অনলাইন ডেস্ক
8 April 2025, 05:50 AM

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন এবার আরও বড় বাজেটের সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, আল্লু অর্জুন ব্লকবাস্টার পরিচালক অ্যাটলির সঙ্গে কাজ করতে প্রস্তুত। তাদের এই সিনেমার বাজেট ৮০০ কোটি রুপির বেশি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, 'এই সিনেমার পারিশ্রমিক বাবদ আল্লু অর্জুনকে প্রায় ১৭৫ কোটি রুপি দেওয়া হচ্ছে। প্রযোজনা জায়ান্ট সান পিকচার্স এই প্রকল্পের লাভের ১৫ শতাংশ অংশীদারিত্বের চুক্তিতে রয়েছে। অন্যদিকে অ্যাটলি তার ক্যারিয়ারের ষষ্ঠ সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন।'

এছাড়াও, আনুমানিক ৮০০ কোটি রুপির প্রকল্পটির নির্মাণ ব্যয় ২০০ কোটি রুপি ধরা হয়েছে ও ২৫০ কোটি রুপির ভিএফএক্সের ওপর ভিত্তিতে ক্যানভাস তৈরি করা হবে।

সূত্রটি আরও বলেছে, 'সিনেমার নির্মাতারা এটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান এবং একটি প্যান-ইন্ডিয়ান ব্লকবাস্টার করতে সব ধরনের চেষ্টা করবেন।'

মজার ব্যাপার হলো, এসএস রাজামৌলির সঙ্গে মহেশ বাবুর সিনেমাটি প্রায় ১০০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে।

৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিন ও বহুল প্রতীক্ষিত বড় ঘোষণাটি সকাল ১১টায় দেওয়ার কথা আছে।